২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

- ছবি - নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুর থেকে মো: আবুল হোসেন (৬১) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাথবাড়ির একটি পুকুরে আবুল হোসেনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জানা গেছে, মৃত আবুল হোসেন শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়ার ডলি আক্তারের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী সেফালী দেবনাথ বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে দুর্গন্ধ পাই। পরে দেখতে পাই পুকুরের পানিতে মানুষের লাশ ভাসছে।’

আবুল হোসেনের মেয়ে স্মৃতি (২০) বলেন, ‘তার বাবা স্ট্রোকের পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত রোববার রাতে তার বাবা ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। আশপাশের সবখানে তাকে খুঁজেছি। পাঁচ দিন পর পাশের হরপাড়া নাথবাড়ির পাশে একটি পুকুরে বাবার লাশ ভাসতে থাকার খবর পেয়ে ছুটে আসি।’

মেয়ে মো: জাহাঙ্গীর বলেন, ‘গত রোববার সিলেট থেকে রাতে বাড়িতে এসে জানতে পারি আমার অসুস্থ শ্বশুরকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পরিচিত আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাইনি।’ তার শ্বশুর আগে সুস্থ থাকাকালীন অটোরিকশা চালাতেন বলেও জানান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনী ও এস আর রাগবি দল চ্যাম্পিয়ন ‘আওয়ামী লীগ উন্নয়নের দোহাই দিয়ে দুর্নীতি করেছে’ নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত ভারত-চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশের : পররাষ্ট্র উপদেষ্টা ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ ভালুকা সরকারি হাসপাতাল থেকে শ্রমিকের লাশ উদ্ধার পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন করে ভাবতে হবে : আমীর খসরু পেশাজীবীদের নৈতিকতার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান এ টি এম আজম খানের বড় পরিবর্তন নিয়ে ৪৭তম বিসিএসের আবেদন শুরু রোববার মিত্রদের শীতের পিঠা বিতরণ করছে বিএনপি গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস : নজরুল ইসলাম

সকল