২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদেশে পালানোর চেষ্টা : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিদেশে পালানোর চেষ্টা : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর মহানগরীর গাছা থানা শাখার সাবেক সভাপতি একাধিক মামলার আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত বুধবার রাত পৌনে ১০টায় নগরীর গাছা থানাধীন সুলতান হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাছা থানা সূত্রে জানা যায়, মাসুদ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিদেশে পালিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। অবশেষে বিদেশে পালিয়ে যাওয়ার আগের রাত পৌনে ১০টায় গাছা থানাধীন নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় পুলিশ তার মুঠোফোনটি জব্দ করার চেষ্টা করলে তার এক সহযোগী সেটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরা এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে মাসুদ রানা ওরফে কালা মাসুদ গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত ১৯ জুলাই উত্তরায় ছাত্র-জনতার মিছিলের ওপর আক্রমে সরাসরি অংশ নিয়েছিল।

বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেন। এর আগে তার বাবা কবির হোসেনও মাদকসহ গ্রেফতার হয়ে জেল খাটেন। মাদক ও চাঁদাবাজির টাকায় তারা বুসরা, ঝাঁজর ও বোর্ড বাজার এলাকায় একাধিক বাড়ি ও জায়গা জমি কিনেছেন বলে স্থানীয়রা জানান।

এলাকায় কিশোর গ্যাং, মাদক সিন্ডিকেট পরিচালনা ও নিয়ন্ত্রন, টেন্ডারবাজি, গার্মেন্টসের ঝুট বাণিজ্য, ফুটপাতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে। এলাকায় ভবন নির্মাণ করতে গেলেও মোটা অংকের চাঁদা দিতে হতো মাসুদ রানাকে।

গাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে সুলতান হাসপাতালের পাশ থেকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল