মির্জাপুরে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১২
মির্জাপুরে যৌথ অভিযান চালিয়ে বনের ভেতর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেক বিকেল পর্যন্ত উপজেলার বাশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায় এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন, বাশতৈল রেঞ্জের রেঞ্জার শাহিনুর রহমান এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
জানা গেছে, উপজেলার আজগানা, তরফপুর, বাশঁতৈল ও লতিফপুর এলাকায় বনাঞ্চল রয়েছে। এসব এলাকার বনের ভেতরে অবৈধ স্থাপনা গড়ে তুলে জায়গা দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল। বিষয়টি নজরে আসার পর আমলে নেয় বন বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলে বাশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায়।
অভিযানে ওই এলাকার বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ছয়টি বাড়ির নয়টি ঘর গুড়িয়ে দিয়ে দখলকৃত বনের এক একর জায়গা উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ‘সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা