ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০১
ইসলামি বিপ্লব মানে শুধু ক্ষমতা দখল নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া একটি মাদরাসা মিলায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মজলিসে শূরার ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘প্রতিদিন জামায়াতের কর্মীদের সামাজিক কাজ করতে হবে, সকল দায়িত্বশীলদের নিজেদের মান উন্নয়ন করতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতের ইসলামের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি।
শিক্ষা শিবিরে দারসে কোরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা