২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

- ছবি - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর ডিমলা থানাধীন দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ (৩৫)। অপরজন একই থানাধীন পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)। তারা কদমতলী এলাকায় মনিরের বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, চারতলা ওই ভবনে লোহার অ্যাঙ্গেল উঠানোর সময় সার্ভিস তারের সাথে লেগে বিদ্যুতায়িত দুই শ্রমিক নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, তিন তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement