আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা গ্রামের প্রবাসী আলমগীর, পাওয়ারলুম শ্রমিক সাইফুল এবং ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় সশস্ত্র ডাকাতদল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
এরপর রাত ২টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে হামলা চালায় ডাকাতদল। এসময় ঘরের মেহমানসহ একটি শিশুকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, চার ভরি স্বর্নালংকার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে নেয় তারা। সাইফুল জানান, গরু বিক্রির টাকা এবং আমার স্ত্রীর জামানো সবগুলো টাকা নিয়ে গেছে তারা।
অপর একটি ডাকাতদল রাত ২টার দিকে নরেংদী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে হানা দিয়ে নগদ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্নালংকার নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ‘ডাকাতির খবর পাওয়ার পর ঘটনাস্থললে পুলিশ পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা