দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ।
সোমবার সকালে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ৫২ হাজার ২০০ টাকায় মাছটি নিলামে বিক্রি হয়।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) হালিমা সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো
ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।’
জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে মাছটিকে তোলা হয়। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, ‘কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় আমি কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে দুই হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা