মুন্সীগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন
- সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত খরিয়া মুক্তি সঙ্ঘের আয়োজনে খরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০তম বার্ষিক এ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল কাশেমর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন।
এছাড়া সদস্য সচিব আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাজাহান মোড়ল, নাছিমুল গনি নাছিম প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন খরিয়া মুক্তি সঙ্ঘের আয়োজনে চাদপুরের মাজহারুল হক বি,এন,এস,বি চক্ষু হাসপাতালে চিকিৎসা প্রায় ১১০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও পাওয়ারযুক্ত চশমা প্রদান করা হয়। এছাড়া চোখ পরীক্ষার মাধ্যমে ২০০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা