দৌলতদিয়ায় পন্টুনে ট্রাক আটকে ঘাট বন্ধ
- রাজবাড়ী প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
দৌলতদিয়ায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যাওয়ায় ফেরিঘাট বন্ধ রয়েছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২২ ডিসেম্বর) ৭ নম্বর ফেরিঘাটে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফেরিঘাট কর্তৃপক্ষ কাভার্ডভ্যানটি উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।
কার্ভাডভ্যানচালক ফিরোজ আহমেদ জানান, ’ভ্যান সহকারীর মাথায় আঘাত লেগেছে। আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। ওই গাড়িটি সামনে আগানোর পর আমি ব্রেক থেকে পা উঠিয়ে সামনে আগানোর পর থেকেই আমার ব্রেক আর কাজ করেনি। এ সময় সোজা গিয়ে পন্টুনে আটকে গেছে।’
চালকরা জানায়, এ ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় এর আগেও অনেক গাড়ি ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। ফেরিতে ওঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। ফেরীঘাট কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। তারা সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন জানান, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি ফেরি লোড হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশে পন্টুনে আটকে যায়। এ সময় ওই গাড়ি নদীতে না পড়ার জন্য এবং সম্পদের ক্ষতি এড়ানোর জন্য ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্ধার কাজে দায়িত্বরত কর্মকর্তারা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।