সাভারে সিআরপিতে শিক্ষার্থীর মৃত্যু, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় শনিবার সকালে ঠিকানা পরিবহনের চাপায় পক্ষাঘাত গ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র (সিআরপি)’র নার্সিং বিভাগের এক ছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ রোববার (২২ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সকাল ১১.৩০ মিনিট থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়কে অববস্থান করছেন।
নিহত ছাত্রের নাম প্রত্যয় কুমার সরকার (৩০) তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। এ ঘটনায় ঠিকানা বাসটি জব্দ করা হয়েছে। টিআই (পরির্শক) বিশনপদ শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত শিক্ষার্থীর পিতা সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধুরা সাভারে খেঁজুরের রস খেয়ে সিআরপিতে আসার সময় শহীদ ইয়ামিন চত্ত্বর এলাকায় প্রত্যয় কুমারকে চাপা দেয় বাসটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
নিহত ছাত্র প্রত্যয় কুমার সরকারের বাবা জনাতন সরকার সিআরপি’র ওয়ার্ড বয় হিসেবে কর্মরত।
নিহতের পিতা জনাতন সরকার নয়া দিগন্তকে জানান, তার ছেলে নার্সিং বিভাগের ১ম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। ছেলের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা