ইসলাম নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : হাসান সরকার
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইসলামবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে টঙ্গির বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণের সমাবেশে হাসান উদ্দিন সরকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দ্বীনের মেহনত করে আসছেন। তাবলিগ বা দ্বীন প্রচারের মূল দায়িত্ব তাদের। এখানে বাইরের কেউ বা সাধারণ শিক্ষিতরা হস্তক্ষেপ করুক আমরা তা চাই না। ওলামায়ে কেরামের মশওয়ারার ভিত্তিতেই তাবলিগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখানে কারোর একক নেতৃত্ব বা আমিরত্ব মূলনীতির পরিপন্থি। দ্বীন প্রচারের বৃহত্তম সংগঠন তাবলিগ জামাত কারোর একক নেতৃত্বে কক্ষচ্যুত হলে এ দেশের তৌহিদি জনতা রুখে দাঁড়াবে।
টঙ্গি বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলানায়তনে হাফেজ মাওলানা আসিফ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য দেন মাওলানা ইউনুস সাহেদী, মাওলানা রাকিব আকন্দ, মুফতি শরিফ উদ্দিন, মুফতি আশরাফ আলী, মুফতি আবু হুরায়রা, মুফতি আবুল কালাম, হাফেজ তলেতুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু মুসা, মাওলানা আশরাফ আলী, হাফেজ মাওলানা আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আতাউর রহমান এবং বাবর আলী প্রমুখ।
এ সময় মাওলানা ইউনুস সাহেদী বলেন, তাবলিগ বা ইজতেমায় এলে কেউ মুফতি, মুহাদ্দিস বা মুফাসসির হয় না। এখানে আসে মানুষ দ্বীন, আমল-আখলাক শেখার জন্য এবং ফরজ-ওয়াজিব, সুন্নত ও নফল আমল জানার জন্য।
তিনি বলেন, দ্বীন শিখতে এসে তাবলিগ জামাতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে চরম বেয়াদবি। যা কেউ মেনে নেবে না। আলেমগণ তাবলিগে ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামদের মাতব্বরি কখনই মেনে নেবে না।
তিনি আরো বলেন, সা’দ সাহেবকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তার বিতর্কিত বক্তব্য ও আমিরত্ব নিয়ে আমাদের চরম আপত্তি। তিনি রুজু করলে তাবলিগে আর কোনা বিরোধ থাকবে না। বিশ্ব ইজতেমাসহ তাবলিগের সব কার্যক্রম আগের মতই মুরুব্বীদের মশওয়ারার ভিত্তিতে পরিচালিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা