০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত -

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে প্রায় অর্ধশত পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল পর্যন্ত একটি পাগলা কুকুর প্রায় অর্ধশত লোককে কামড়িয়ে আহত করে।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেয়া ১৪ জনের নাম নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরো বেশি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতরা হলেন- মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭) ও নোহা (৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রাম থেকে একে একে কুকুরে কামড়ানো লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এরপর আজ শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুসল্লিরাও কুকুরের কামড়ের শিকার হন।

পাগলা কুকুরের কামড়ে হোসেনপুর পৌর সদরের ঢেকিয়া, দ্বীপেশ্বর ও মাধখলা এলাকার লোকজন বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ওইসব এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু আহত ১৪ জনের নাম নিশ্চিত করেছেন।

তবে আহতদের অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতদের সঠিক সংখ্যা হাসপাতালে ভর্তি রেজিস্ট্রারে উল্লেখ নেই বলেও তিনি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল





up