সিদ্ধিরগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩২
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকার পৃথক দু’টি স্থানে এ অভিযান পরিচালন করা হয়।
অভিযানে অবৈধভাবে নির্মিত দুই কিলোমিটার বিতরণ লাইনের দু’টি পয়েন্টে কেটে কিলিং করা হয়। এতে প্রায় ৫০০ বাড়ির এক হাজার ৫০০ চুলায় গ্যাস ব্যবহার বন্ধ হয়ে যায়। তবে বিতরণ লাইনটি আরসিসি রাস্তার নিচে হওয়ায় ওই পাইপ জব্দ করা যায়নি। অভিযানে ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়।
অপরদিকে দ্বিতীয় স্থানে (আগে বিচ্ছিন্নকৃত) অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে খনন করা হয়। তবে পুনঃস্থাপনকৃত কোনো লাইন পাওয়া যায়নি।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মিটারিং অ্যান্ড ভিজিলান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা