০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার - ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টিপু মোল্লা (৪৫) মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে এবং আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোটের চালক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মধ্যে রাতে মুন্সীগঞ্জের কালিরচর মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। ওই ঘটনায় পর থেকে শান্তর স্পিডবোটের চালক টিপু পলাতক ছিল। ঘটনার পাঁচ দিন পর শান্তের ভাই মামুন সরকার টিপুকে প্রধান আসামি করে এজাহারনামীয় আটজন ও অজ্ঞাত সাতজনের নামে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১২টা দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানান, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। তবে হত্যাকাণ্ড কিংবা দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।

তিনি আরো বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকা তাদের গ্রেফতার করতে পারিনি। আসামি টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।


আরো সংবাদ



premium cement

সকল