একই লেকে মিললো সুজানার বন্ধু কাব্যর লাশ
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩, আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১২
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে সুজানা নামে এক তরুণীর লাশ উদ্ধারের একদিন পর তার বন্ধু শাহিনুর রহমান কাব্যের (১৯) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরার টেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকালে একই লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে।
কাব্য রাজধানীর কচুক্ষেত এলাকার হারুনুর রশিদের ছেলে এবং সুজানা একই এলাকার মরহুম আব্বাস মিয়ার মেয়ে।
জানা গেছে, তারা দুইজনেই মোটরসাইকেলে ৩০০ ফুট সড়কে ঘুরতে বের হয়েছিল।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা হতে পারে।
সুজানার পরিবারের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, গত সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সুজানা বাসা থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাসায় ফিরেননি। লাশের সাথে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।
পুলিশ কাব্যের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।