১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫ - ছবি : প্রতীকী

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের গুলাগুলিতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।

মঙ্গলবার রাতে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনার এলাকার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গুলিবিদ্ধ আহত মো: রনি (৩২) পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে।

আহত অন্যরা হলেন একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯), লিজা ও অজ্ঞাত (৩২)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহতদের পক্ষে বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার রাস্তায় টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে এক গ্রুপের সংঘর্ষকারীরা অবরোধ করে। এতে প্রায় দেড় ঘণ্টা রাস্তার দুই পাশের প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার সড়কে যান-চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে যান-চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে পাচঁদোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। মোসাদ্দেকের কি পদ কেউ বলেতে পারেনি, তবে এ দু’টা ব্যক্তির বিরুদ্ধে গত ৫ আগস্টের পর পাচঁদোনা এলাকায় ব্যপক চাদাঁবাজরি অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, তাদেরকে না থামালে এলাকায় দিন দিন চাদাঁবাজি বেড়ে যাবে এবং হতাহতের ঘটনাও রোধ করা যাবে না।

এ রিপোট লেখা পযর্ন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। যেকোনো সময় আবার একদল অন্য দলের ওপর আক্রমন করার প্রস্ততি নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছে। এখন পযন্ত এলাকায় কোনো প্রশাসনের লোক দেখা যাচ্ছে না।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছ।

তিনি আরো বলেন, বিগত সময়ে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়ায় তারা এত বড় বড় ঘ্টনা ঘটাচ্ছে। তাদেরকে আর এ সুযোগ দিবো না।


আরো সংবাদ



premium cement