১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুর মৃত্যু

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুর মৃত্যু - ছবি : প্রতীকী

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে আগুন লেগে মিরাজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নগরীর ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ার জনৈক আরিফুল ইসলাম সাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মিরাজ মা-বাবার সাথে ওই বাড়িতে ভাড়া থাকতো এবং ঘটনার সময় তার মা-বাবা কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ছিলেন বলে জানা গেছে।

টঙ্গী ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টায় একজন ভাড়াটিয়ার ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাড়ির ছয়টি রুম পুড়ে যায়। এ সময় মিরাজ ওই রুমে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায়।

ওই বাড়ির একজন ভাড়াটিয়ার মেহমান নাঈম জানান, বাড়ির পূর্ব-দক্ষিণ কোণের রুমের টিনের চালায় পট পট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে তারা আগুন দেখতে পান। প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। তখন ওই রুমে বাহির দিক থেকে তালা লাগানো ছিল এবং শিশু মিরাজ রুমের ভেতর ঘুমাচ্ছিল। পরে তালা ভেঙে রুমে ঢুকে তারা মিরাজকে দ্বগ্ধ অবস্থায় পান।

বাড়ির মালিকের মা আফরোজা বেগম বলেন, ভাড়াটিয়া খুরশেদের (নিহত শিশুর বাবা) রুমে আগুনের সূত্রপাত হয়। শিশুটিকে ঘুম পাড়িয়ে তার দাদা-দাদী রুমে তালা দিয়ে বাহিরে গিয়েছিল। আগুনে তাদের (বাড়ি মালিকের) রুমসহ ভাড়াটিয়াদের ছয়টি রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা ঘরের কোনো জিনিসপত্র রক্ষা করতে পারেননি।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শাহীন আলম বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং রাত ১১টা নাগাদ আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হন। ততক্ষণে একটি শিশু নিহত ও ছয়টি রুম ভস্মীভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।


আরো সংবাদ



premium cement