আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় নারী পথচারী নিহত
- সাভার ও আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০২, আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯
সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় রোকেয়া বেগম (৩৭) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সওগাতুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোকেয়া বেগম ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী ক্রাউন সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং চালক কাভার্ডভ্যান ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান জব্দ করে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সওগাতুল আলম জানান, কাভার্ডভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।