১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু ইন্তেকাল করেছেন

জামাল শরীফ হিরু - ছবি : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি।

দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দীন কালুসহ নড়িয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়ে আগামীকাল মঙ্গলবার নড়িয়া উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে নড়িয়া উপজেলা বিএনপি।


আরো সংবাদ



premium cement