বিডিইউ-তে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সময় অ্যাকাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সকালে ভিসির নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভিসি স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ, ৯০-এর গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কমনা করেন।
ভিসি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই।’
ভিসি পুস্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের পক্ষ থেকে প্রাধ্যক্ষদের নেতৃত্বে ছাত্র ও ছাত্রী হলের শিক্ষার্থীরা সকাল ১১টায় পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন, হলসমূহ আলোকসজ্জা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা