১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন স্মৃতিসৌধে

- ছবি : নয়া দিগন্ত

আজ ১৬ ডিসেম্বর, ৫৪তম মহান বিজয় দিবস। দিবসটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিদেশী কূটনীতিকরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকার সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের জনগণের জন্য খুলে দেয়া হয়।

সোমবার সকাল থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে শুরু করেন।

বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। একইসাথে দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেককে লাল-সবুজের পোশাক পরিধান করে স্মৃতিসৌধে আসতে দেখা গেছে। এছাড়া শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এরপর সকাল ৭টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, দেশী-বিদেশী কূটনীতিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
যেভাবে আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’ জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে : তারেক রহমান আনন্দমুখর পরিবেশে বশেমুরকৃবি’তে মহান বিজয় দিবস উদযাপিত সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিলো ইসরাইল ‘মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো’ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা ২৩ ডিসেম্বর ভারতজুড়ে বিক্ষোভের ডাক কৃষকদের ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আ’লীগ নেতাসহ আটক ৮

সকল