সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২
- সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর হিছা খা (৪৫) হত্যা মামলার প্রধান দু’আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন দুপুরে গ্রেফতারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো; চুন্নু খার ছেলে ফয়সাল (১৯) ও হৃদয় ওরফে ফাহিম।
র্যাব জানায়, ভিকটিম হিছা খার সাথে চুন্নু খা ও তার ছেলে ফয়সাল ও হৃদয়ের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির প্রবেশ পথের রাস্তা ও জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ আগস্ট আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হিছা খা মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। ওই সময় স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ির পাশের রাস্তায় পৌঁছলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর করে। আসামি ফয়সালের হাতে থাকা চাকুর আঘাতে ভিকটিমের পেটের বাম পাশে মারাত্মকভাবে জখম হয়। এতে নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই ভিকটিম জ্ঞান হারান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় হিছা খার মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ সিপিসি-৩-এর একটি দল সকাল পৌনে ৯টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার ভাই হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা আসামিদেরকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা