শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫
মাদারীপুরের শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা।
রোববার (১৫ ডিসেম্বর) শহরের পৌর মার্কেটে সামনে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজকল্যাণ পরিষদ ও শিবচরের তৌহিদী জনতার ব্যানারে হাজারো মানুষ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-এর সপ্তম পুরুষ হযরত হাফেজ মাওলানা মো: হানজালা পীরজাদা বাহাদুরপুর। এ সময় শিবচর উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন, শিবচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয়, যে দেশে মসজিদ, মাদ্রাসা নিরাপদ নয়, সেই ভারত যেন আমাদের সংখ্যালঘু নিরাপত্তার শিক্ষা না দেয়। আগে নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। ভারত ইসকনের মাধ্যমে বাংলাদেশ অশান্ত করতে চায়। তাই শিঘ্রই ইসকন নিষিদ্ধ করতে হবে।’
বক্তারা আরো বলেন, ‘ইসকন দেশের হিন্দু-মুসলিমের মধ্যে থাকা সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। তাই ইসকন নিষিদ্ধের বিকল্প নেই।’
বক্তারা বলেন, ‘ভারতে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে। এর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।’ তারা আরো বলেন, আমরা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, অযথা মিথ্যা রটিয়ে হিন্দু নির্যাতনের কাহিনী না করার জন্য ভারতকে হুঁশিয়ারও করেন আলেমরা।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।