বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতার রবিন শেখ দক্ষিণ রায়পুরা গ্রামের তোফাজ্জল শেখের ছেলে।
এছাড়া তিনি বেতকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ‘মুন্সীগঞ্জ সদর থানার মামলায় টঙ্গিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় আসামি গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়েছি।’
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সজীব দে জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডিপজল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা