০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত ও ১১ মাসের শিশুর অঙ্গহানি হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দু’ হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। মিথিলা ও আয়েশা সম্পর্কে খালা-ভাগ্নি। আয়শাকে নিয়ে আজ বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস দেখে মিথিলা মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা নিহত হয়েছেন। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।’


আরো সংবাদ



premium cement
শাসনব্যবস্থার পুনর্গঠন : অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথ ভারতীয় বংশোদ্ভূত নবনিযুক্ত এফবিআই প্রধানকে ঘিরে কেন বিতর্ক সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ অন্তবর্তী সরকারের উচিৎ ছাত্রদের সাথেও সংলাপ করা : শিবির সভাপতি রাজশাহীতে আ’লীগের সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর ডিসি সম্মেলন ১৬-১৮ ফেব্রুয়ারি ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শনিবার প্রধান উপদেষ্টার সাথে সোমবার সাক্ষাৎ করবেন ইইউর ২৮ রাষ্ট্রদূত মৌলভীবাজারে দুই শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ কুষ্টিয়া থানায় লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

সকল