০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত ও ১১ মাসের শিশুর অঙ্গহানি হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দু’ হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। মিথিলা ও আয়েশা সম্পর্কে খালা-ভাগ্নি। আয়শাকে নিয়ে আজ বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস দেখে মিথিলা মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা নিহত হয়েছেন। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।’


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৯ বাংলাদেশী ইসলামী ব্যাংক কোম্পানি আইন, ২০২৪ ৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে বিমানবন্দরে অভিনেত্রীসহ আটক ২ ইসকনের উসকানি ও স্বৈরাচারের খায়েশ সিলেটে ট্রেনে কাটা পড়ে নিহত ১ রাজনৈতিক কারণে স্কুল কমিটি মন্দে পরিণত হয়েছে : গণশিক্ষা উপদেষ্টা হেডের সেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে ভারত জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান ‘স্বৈরাচারের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না’ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত বাংলাদেশ নারী দল হাসিনাসহ খুনিদের বিরুদ্ধে আবার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি : সারজিস

সকল