০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত ও ১১ মাসের শিশুর অঙ্গহানি হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দু’ হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। মিথিলা ও আয়েশা সম্পর্কে খালা-ভাগ্নি। আয়শাকে নিয়ে আজ বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস দেখে মিথিলা মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা নিহত হয়েছেন। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।’


আরো সংবাদ



premium cement
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আইজিপি আসিফ-নাহিদের নয়, রুটি বানানোর ভাইরাল ছবিটি ভিন্ন ২ তরুণের বানারীপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হিন্দু নারীকে হত্যাচেষ্টার দাবিতে জমি-সংক্রান্ত মারধরের পুরোনো ভিডিও প্রচার ধুনটে দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু ৭ বছরের দণ্ড থেকে আমানকে খালাস উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর হচ্ছে বেশি গুঁতাগুঁতি করলে কাউকে ছাড় দেবো না : কর্নেল অলি টি-২০’র সব রেকর্ড ভেঙে ৩৭ ছক্কায় ৩৪৯ রান নাঙ্গলকোটে ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম আটক অর্থপাচার মামলার দণ্ড থেকে গিয়াস উদ্দিন মামুন খালাস

সকল