১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত ও ১১ মাসের শিশুর অঙ্গহানি হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দু’ হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। মিথিলা ও আয়েশা সম্পর্কে খালা-ভাগ্নি। আয়শাকে নিয়ে আজ বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস দেখে মিথিলা মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা নিহত হয়েছেন। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।’


আরো সংবাদ



premium cement
একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত তানজিম-মাহমুদউল্লাহর ব্যাটে মান বাঁচালো বাংলাদেশ ২০৩০ বিশ্বকাপ আয়োজনে স্বপ্ন পূরণের পথে মরক্কো ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বিক্ষোভ বুধবার গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : উপদেষ্টা নাহিদ দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রুপি স্তন ক্যান্সার শনাক্তে ভূমিকা রাখবে এআই! গরুর গোশত না রাখা হোটেল বর্জনের দাবিতে সমাবেশ ডলার বিনিময় হার সংস্কার নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক-আইএমএফ শাহিন বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার

সকল