০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত, ১১ মাসের শিশুর অঙ্গহানি

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত ও ১১ মাসের শিশুর অঙ্গহানি হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দু’ হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। মিথিলা ও আয়েশা সম্পর্কে খালা-ভাগ্নি। আয়শাকে নিয়ে আজ বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হন মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস দেখে মিথিলা মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা নিহত হয়েছেন। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।’


আরো সংবাদ



premium cement
পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন হয়নি শহীদ সোলাইমানের লাশ ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৮ বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ঠেকাতে সহযোগিতা চান ড. ইউনূস ডব্লিউএফপি’র কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৬ মারধরের পর কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে স্কুলছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ ৪০ বছরের আইনি লড়াইয়ে জিতলেন হরেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হত্যা মামলায় গ্রেফতার ১ ২০২৪ হবে উষ্ণতম বছর বেগম রোকেয়া নারী জাগরণের এক কিংবদন্তিতুল্য পথিকৃৎ : মির্জা ফখরুল বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত : বিক্রম মিশ্রি

সকল