অন্তঃসত্ত্বা তরুণী বিয়ের জন্য চাপ দেয়ায় গুলি করে হত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫, আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬
আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাহিদা আক্তার (২২) বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৩) তাকে গুলি করে হত্যা করেছে। গত শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যায় ব্যবহৃত পিস্তলটি লুট করা হয়েছিল ৫ আগস্ট ওয়ারী থানা থেকে।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, নিহতের মা থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোলার ইলিশাঘাট থেকে সোমবার (২ ডিসেম্বর) তৌহিদকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর তিনি মনপুরা দ্বীপে পালানোর চেষ্টা করেছিলেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে তৌহিদ নিজেই অস্ত্রটি লুট করেছিলেন। পিস্তলটিতে পাঁচটি ম্যাগাজিন ছিল। তৌহিদ পরিবারের পছন্দের অপর এক মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এজন্য শাহিদাকে এড়িয়ে চলছিলেন। তবে এর মধ্যে শাহিদা অন্তঃসত্ত্বা হওয়ায় শুক্রবার রাতে ঘুরতে এসে তৌহিদকে বিয়ের জন্য চাপ দেন। সকালে দোগাছি এলাকায় পৌঁছে বাগবিতণ্ডার একপর্যায় একে একে পাঁচটি গুলি করে শাহিদাকে হত্যা করেন তৌহিদ। প্রাথমিক জিজ্ঞাসায় এসব কথা স্বীকার করেছেন তন্ময় শেখ তৌহিদ।
সাহিদা আক্তার ময়মনসিংহ কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তৌহিদের বাড়িও ঢাকার ওয়ারীতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা