মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০২ ডিসেম্বর ২০২৪, ২২:১৩
দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত ও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা করার দাবিতে স্মারকলিপি দিয়েছেন সা’দ অনুসারীরা।
সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ও গাজীপুর জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেন তারা।
সা’দ অনুসারীরা বলেন, ‘কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও বিশ্ব ইজতিমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভী বাংলাদেশে আসতে পারছেন না। বৈষম্যের কারণে আমরা বিগত ৭ বছর যাবৎ কোরআন ও হাদিসের আলোকে তার বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি ইতোপূর্বে ২০ বছর যাবৎ বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে আমাদের তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সা’দ বাংলাদেশে আসতে পারেন সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
স্মারকলিপি প্রদান শেষে গাজীপুর জেলা সা’দ অনুসারী জেলা শূরা সদস্য ড. প্রফেসর আব্দুল হান্নান জানান, ‘মাওলানা সা’দ কান্ধলভীর সারা বিশ্বে ইজতেমা করছেন। এবার তাকে আমরা চাই। একটা সংগঠনের আমির যদি না আসে আমরা কি মেসেজ নিয়ে যাব? আমরা সারা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যেতে চাই সারা বিশ্বের আমিরদের আমরা বিশ্ব ইজতেমায় চাই।’
এ সময় উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের গাজীপুর জেলা আমির এ বি এম আনোয়ার হোসেন, শূরা সদস্য মাঈনুল ইসলাম ও মাওলানা আব্দুল হাই প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা