২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডুয়েটে স্মরণ সভা: শেখ পরিবারের কেউ গ্রেফতার না হওয়ায় শহীদ পিতার ক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত শেখ পরিবারের কোনো সদস্যকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরে প্রথম শহিদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (ডুয়েট) আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‌‌‘হাজারো ছাত্র-জনতা খুনের অপরাধে শেখ পরিবারকে শাস্তির আওতায় আনা হয় নাই। সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের বীজ এখনো লুকিয়ে রয়েছে। এদেরকে চিহ্নিত করে উপড়ে ফেলতে হবে। তা’না হলে বৈষম্যবিরোধী আন্দোলন সফল হবেনা।’ এ সময় আন্দোলনে শহীদ ও আহতের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বেলায়েত হোসেন।

ডুয়েটের রেজিষ্টার অধ্যাপক ড. মো: আবু তৈয়বের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

ডুয়েটের প্রভাষক শনিলা বিনতে আহসান ও সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের প্রোভিসি ড. মো: আরেফিন কাওসার, ডুয়েটের পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস।

এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী আহত ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুয়েল রাণা, মোহনা আকতার, মো: রাসেল ভূইয়া, মো: তৌহিদুল ইসলাম রাণা, শাহশাহজাহান চৌধুরী প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে গাজীপুরে প্রথম শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আরো সংবাদ



premium cement