২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাজরীন ট্র্যাজেডির এক যুগ : শিল্পপুলিশের শ্রদ্ধা

তাজরীন অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শিল্পপুলিশ-১ - নয়া দিগন্ত


তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

তাজরীন ট্র্যাজেডির এক যুগ। ২০১২ সালের ২৪ নভেম্বর আগুনে পুড়ে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন কারখানার ১১৭ শ্রমিকের মৃত্যু হয়। এতে আহত হয় আরো অন্তত ২০০ শ্রমিক।

এ উপলক্ষে তাজরীন অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পপুলিশ-১। একইসাথে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

রোববার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের সামনে এ শ্রদ্ধা জানানো হয়।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মিরাজ এবং শিল্পপুলিশের সদস্যরা।


আরো সংবাদ



premium cement