০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন নামে একজন নিহত হয়েছেন - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইন উদ্দিন ওই গ্রামের মরহুম ইছাম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।

নিহতের ভাই মাইন উদ্দিন জানান, ‘এক মাস যাবৎ তাদের প্রতিবেশী মরহুম জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সাথে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়ি বাড়িতে হামলা করেন।

এ সময় তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে এলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকেন। আমাকে ও সাথী আক্তারকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করেন। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement