২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বর্ণিল আয়োজনে বশেমুরকৃবির ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

বর্ণিল আয়োজনে বশেমুরকৃবির ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত - ছবি : নয়া দিগন্ত

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২৭তম ‌‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে। ১৯৯৮ সালের এ দিনে ইপসা (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার) থেকে দেশের ১৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের নানা কর্মসূচির শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে দেশবাসীর প্রতি শান্তির বার্তা পাঠানো হয়। সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমবেত অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মো: গোলাম রসুল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর সভাপতিত্বে ও প্রফেসর ড. মো: সাইফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদীয় ডিনরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

‘বিশ্ববিদ্যালয়’ দিবসে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিসি বলেন, ‘সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকের এ আনন্দ র‌্যালি স্বার্থক হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের পথচলার ২৭ বছরের অন্যতম সেরা প্রাপ্তি হলো ‘দ্যা টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করা। ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখে বৈষম্যহীনভাবে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ -এর তালিকায় আনতে প্রত্যেকের সহযোগিতা কামনা করেন এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে পাঁচজনের মধ্যে স্থান পাওয়া এই গবেষক।

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয়’ দিবস উপলক্ষে দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং দুই দিন যাবৎ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রধান স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল