২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জে সাবেক ডিসির বিরুদ্ধে ভাইয়ের সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকি

- ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করে সাবেক জেলা প্রশাসক (ডিসি) বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকার সম্পত্তি দখল ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলেছেন আব্দুল করিম মোল্লা নামে এক কৃষক।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে জেলা শহরের গৌরাঙ্গ বাজারের একটি সংবাদ পোর্টাল কার্যালয়ে সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।

সম্মেলনে আব্দুল করিম মোল্লা বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ইটনা উপজেলার বাদলা গ্রামে। আমি কৃষক। বড় ভাই আব্দুর রহিম মোল্লা সরকারের জেলা প্রশাসক ও উপ-সচিব ছিলেন। এর প্রভাব দেখিয়ে বাড়িতে তিনি তার পাওনার চেয়েও বিশ একর (দুই হাজার শতাংশ) জমি জোর করে দখলে নিয়ে নেন, যার বাজার মূল্য কোটি টাকার বেশি। এখন জেলা শহরের উকিলপাড়ার নীলগঞ্জ রোডের আমাদের বাড়িটি এককভাবে দখলে নেয়ার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছেন।’

তিনি বলেন, ‘গ্রামের সহায়-সম্পত্তি ও জেলা শহরের বাসা আমাদের পৈত্রিক সম্পত্তি। শহরের বাসার নিচতলায় পরিবারসহ আমি এবং উপরের দুই তলায় আমার বড় ভাই রহিম মোল্লা থাকেন। তিনি আমাকে এবং আমার পরিবারের লোকজনকে পারিবারিক বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন।’

আব্দুল করিম মোল্লা আরো বলেন, ‘ইতোপূর্বে আব্দুর রহিম মোল্লা বাসা ছেড়ে দেয়ার জন্য আমাকে একাধিকবার হেনস্থা করেন। এখন তার লোকজনকে দিয়ে হুমকি দেয়ানো হচ্ছে। আমি আমার বাড়ি রক্ষা করতে গিয়ে বর্তমানে বিপাকে আছি। বলা হচ্ছে, বাসা ছেড়ে দেয়া না হলে আমাকে মেরে ফেলা হবে। বারবার আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি আরো বলেন, ‘আমি আমার বাড়িতে থাকার অধিকার রক্ষার জন্য জেলার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছি। যার নম্বর ১২৪/২০২৪ সন অন্যপ্রকার। বর্তমানে মোকদ্দমাটি চলমান আছে। মোকদ্দমা দায়েরের পর তিনি আমার প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান। বাসা না ছাড়া হলে আমাকে খুন করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তার প্রশাসনে লোক আছে বিপরীতে আমি অসহায় মানুষ। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বিষয়টি সরকারের নজরে এনে সুষ্ঠু বিচার চাইছি।’

সংবাদ সম্মেলনে আব্দুল করিম মোল্লার সাথে তার ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নয়া দিগন্তকে বলেন, ‘এ ব্যাপারে আব্দুল করিম মোল্লা গত ২০ নভেম্বর থানায় এসে একটি জিডি করেছেন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জানে। আমরা তদন্ত করে দেখছি।’

অভিযোগের বিষয়ে আব্দুর রহিম মোল্লা বলেন, ‘আমার ছোট ভাইয়ের অভিযোগ সত্য নয়। আমি তাকে হুমকি দেবো দূরের কথা, তার সাথে আমার দেখাই হয়নি। তবে জেলা শহরের উকিলপাড়া এলাকায় আমার স্ত্রী তার কেনা জায়গায় একটি বাসা করেছে। বাসাটির নিচতলা আমার ছোট ভাই আব্দুল করিম মোল্লা দখল করে রেখেছে। ১৬/১৭ বছর ধরে আমার স্ত্রী এ ব্যাপারে একটি জিডিও করতে পারেনি। কারণ তার ছেলে আওয়ামী লীগের নেতা। সরকার পরিবর্তন হওয়ার পর আমার স্ত্রী থানায় একটি জিডি করেছে। জিডির কপি সেনাবাহিনীর ক্যাম্পেও দেয়া হয়েছে। এখানে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার তো কিছু নেই।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল