২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালথায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

নিহত মো: এসকেন্দার আলী - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দু’মোটরসাইকেলের সংঘর্ষে মো: এসকেন্দার আলী (৫৫) নামে স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান নামে আরো এক স্কুকশিক্ষক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত আবস্থায় এসকেন্দার আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মরহুম রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো: মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় থাকেন। আমিও শহরে থাকি। আমরা প্রতিনিদিন মোটরসাইকেলে করে স্কুলে যাতায়াত করি। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে আমরা কানাইপুর ইউনিয়নের রামখণ্ড মোড়ে গ্রামের ভেতরের একটি রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় প্রধান শিক্ষক মাথায় আঘাত পান। আমিও আহত হই। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।’

সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মাইনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

সকল