০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সালথায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

নিহত মো: এসকেন্দার আলী - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দু’মোটরসাইকেলের সংঘর্ষে মো: এসকেন্দার আলী (৫৫) নামে স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান নামে আরো এক স্কুকশিক্ষক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত আবস্থায় এসকেন্দার আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মরহুম রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো: মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় থাকেন। আমিও শহরে থাকি। আমরা প্রতিনিদিন মোটরসাইকেলে করে স্কুলে যাতায়াত করি। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে আমরা কানাইপুর ইউনিয়নের রামখণ্ড মোড়ে গ্রামের ভেতরের একটি রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় প্রধান শিক্ষক মাথায় আঘাত পান। আমিও আহত হই। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।’

সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মাইনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল