২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমাইয়ার লাশ ৪ মাস পর উত্তোলন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়া আক্তার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়া আক্তারের (২০) লাশ দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান থেকে পুলিশ লাশটি উত্তোলন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, ‘আদালতের নির্দেশে নিহত সুমাইয়া আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ একই কবরস্থানে আবার দাফন করা হবে।’

মামলা সূত্রে জানা গেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই পাইনাদী নতুন মহল্লায় ষষ্ঠ তলা ভবনের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে সুমাইয়া আক্তার মারা যান।’

এ ঘটনায় সুমাইয়ার দুলাভাই মো: বিল্লাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উল্লেখ্য, নিহত সুমাইয়া আক্তার বরিশাল জেলার মেহদীগঞ্জ থানার মরহুম সেলিম মাতব্বরের মেয়ে। তার স্বামীর নাম জাহিদ হোসেন। সুমাইয়া আক্তার আড়াই মাসের মেয়ে সুয়াইবাকে নিয়ে পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় দুলাভাই বিল্লাল হোসেনের বাসায় থাকতেন।


আরো সংবাদ



premium cement
মেয়েদের স্কুল ক্রিকেটে আগ্রহী স্কয়ার বাংলাদেশে সার রফতানির আগ্রহ রাশিয়ান ফেডারেশনের হাইকোর্টের আদেশে ৬ বছর পর খুলছে সিলেটের পাথর কোয়ারি উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে : ধর্ম উপদেষ্টা গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত সাফজয়ী মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কপ-২৯ সম্মেলনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে ১০ ডিসেম্বর : আইন উপদেষ্টা ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশী

সকল