০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমাইয়ার লাশ ৪ মাস পর উত্তোলন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়া আক্তার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়া আক্তারের (২০) লাশ দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান থেকে পুলিশ লাশটি উত্তোলন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, ‘আদালতের নির্দেশে নিহত সুমাইয়া আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ একই কবরস্থানে আবার দাফন করা হবে।’

মামলা সূত্রে জানা গেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই পাইনাদী নতুন মহল্লায় ষষ্ঠ তলা ভবনের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে সুমাইয়া আক্তার মারা যান।’

এ ঘটনায় সুমাইয়ার দুলাভাই মো: বিল্লাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উল্লেখ্য, নিহত সুমাইয়া আক্তার বরিশাল জেলার মেহদীগঞ্জ থানার মরহুম সেলিম মাতব্বরের মেয়ে। তার স্বামীর নাম জাহিদ হোসেন। সুমাইয়া আক্তার আড়াই মাসের মেয়ে সুয়াইবাকে নিয়ে পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্বর এলাকায় দুলাভাই বিল্লাল হোসেনের বাসায় থাকতেন।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল