১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

প্রবাসী স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রবাসী স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার -

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল বেপারির বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য নির্যাতনে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পালিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন।

স্বজনদের দাবি, দুই বছর আগে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার সামিয়ার সাথে জাজিরা এলাকার কামালের প্রেম গড়ায় প্রণয়ে। ৩ মাস পর মালয়েশিয়া চলে যান কামাল। এরপর কয়েক দফায় ১৫ লাখ টাকা যৌতুক নেন কামাল।

এ নিয়ে স্বামীর পরিবারের সাথে দ্বন্দ্ব হয় সামিয়ার। বুধবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মেঝেতে শোয়ানো অবস্থায় সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব দে জানান, ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement