বিকেএসপি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সবুজ দল
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ২১:২২
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি সবুজ দল ২-১ গোলে আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল অ্যাকাডেমি দলকে হারিয়েছে।
জয়ী দলের হয়ে গোল দু’টি করেন সাব্বির ও মো: হাম্মাদ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপি সবুজ দলের আরিফ। টুর্নামেন্টে ১১ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের নাজমুল হুদা ফয়সাল। সেরা গোলকিপার বিকেএসপি সবুজ দলের মো: তাসিন।
পাঁচদিন ব্যাপী এ টুর্নামেন্টে বিকেএসপির লাল ও সবুজ ছাড়াও আরো ১৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো সিলেটের দি জৈন্তা ফুটবল অ্যাকাডেমি, গাজীপুরের বিওএফ বয়েজ ফুটবল অ্যাকাডেমি, সাভারের রিংকু ফুটবল অ্যাকাডেমি, বগুড়ার ওয়ান স্টার সোনাতলা ফুটবল অ্যাকাডেমি, খুলনার মোহামেডান ফুটবল অ্যাকাডেমি, রাজশাহীর কিশোর ফুটবল অ্যাকাডেমি, মানিকগঞ্জের মাসুম ফুটবল অ্যাকাডেমি, সিরাজগঞ্জের উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সিমিতি, শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল অ্যাকাডেমি, টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল অ্যাকাডেমি, গোবিন্দগঞ্জের জেপি স্পোর্টস কমপ্লেক্স, চুয়াডাঙ্গার ফুটবল অ্যাকাডেমি, খুলনার এসবি আলী ফুটবল অ্যাকাডেমি ও আশুগঞ্জের ফিরোজ-কামাল ফুটবল অ্যাকাডেমি।
ফাইনাল শেষে আজ বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম দু’ দলের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় তার সথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: মিজানুর রহমানসহ অনেকেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা