১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

সাভারে সুরমা গামের্ন্টসে আগুন

সাভারে সুরমা গামের্ন্টসে আগুন - ছবি : প্রতীকী

সাভারের পৌর এলাকায় সুরমা গার্মেন্টসের একটি পোশাককারখানার স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা গামের্ন্টসের তৃতীয় তলার স্টোর রুমে দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার নূরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’


আরো সংবাদ



premium cement