টঙ্গীতে ঝুটের নিয়ন্ত্রণ নিতে কারখানা কর্তৃপক্ষকে হুমকি!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৪০, আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৫৪
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে ‘মাসকোটেক’ নামের একটি ঝুট কারখানার কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক এক নেতা। এতে চিন্তিত কারখানার কর্তৃপক্ষ।
কেননা, তাদের বাধার কারণে কারখানায় ঢুকতে অপারগ হচ্ছেন ক্রেতারা। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে ফোনআলাপে ‘লাশ’ ফেলার হুমকিও দেন ওই নেতা। এদিকে কারখানার ভেতর ঝুটের স্তুপের কারণে স্বাভাবিক কার্যক্রমও গতি হারাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কর্মকর্তা বলেন, ‘আমরা ঝুট নিয়ে খুব আতঙ্কে আছি। আমাদের নির্ধারিত ক্রেতারা ওইসব নেতাদের বাধার কারণে কারখানায় ট্রাক ঢুকানোর সাহস পাচ্ছেন না। তারা কারখানার গেটের আশপাশে সার্বক্ষণিক অবস্থান করে আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। কারখানা থেকে আমাদের শিপমেন্টের গাড়ি বের হলেও তারা নজরদারি করেন।’
এদিকে, গত শনিবার ঝুট বের করার জন্য কারখানায় ট্রাক প্রবেশের সময় তারা বাধা প্রদান করেন এবং অস্ত্রের মহড়ায় সকলকে আতঙ্কে রাখেন। এতে করে ট্রাক ঝুট না নিয়েই ফেরত যেতে বাধ্য হয়েছে।
মাসকোটেক কারখানার এক কর্মকর্তার সাথে রেকর্ড করা এক অডিওক্লিপে ওই নেতাকে বলতে শোনা গেছে, ‘আগে নেগোশিয়েশন তারপর মাল। নেগোশিয়েশন ছাড়া কোনো মাল বের হবে না। দু’চারটা লাশ পড়লে দায়িত্ব নিবেন?’
এ ঘটনার পর ওই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন, ‘তার এমন হুঙ্কারে আমরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বাধীনভাবে ও নির্ভয়ে ব্যবসা পরিচালনার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। অন্যথায় ব্যবসা গুটিয়ে নেয়া ছাড়া উপায় থাকবে না।’
এ বিষয়ে জানতে ওই নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মোবাইলফোনে পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা