১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

আগুনে পুড়ে ইয়াসিন মুন্সি (৩) ও ইসমাইল মুন্সি (৪) নামে দু’ শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে একই পরিবারের ইয়াসিন মুন্সি (৩) ও ইসমাইল মুন্সি (৪) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে তাদের লাশ দাফন করা হয়।

ইয়াসিন মুন্সি আসাদ মুন্সীর ছেলে ও ইসমাইল মুন্সি ছিদ্দিক মুন্সীর ছেলে।

জানা যায়, চুলায় আগুন জ্বালানোর সময় আগুনের শিখা পাটকাঠির বেড়ায় লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন শিশু দু’টি ভয় পেয়ে রান্নাঘর-সংলগ্ন গোসলখানায় আশ্রয় নেয়। পরে শিশু দু’টিকে অগ্নিদ্গ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা মাদরাসার সুপার মাওলানা মো: ইদ্রিস আলী জানান, ‘অগ্নিদগ্ধ শিশু দু’টিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে শিশু দু’টি মারা যায়।’


আরো সংবাদ



premium cement