গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর থেকে
- ১৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৭
গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার ও শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক পোশাককর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ি থানার মন্ডালিয়া পাড়া গ্রামের বিলকিস আক্তার ও গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নিলয় সরকার।
পোশাক কর্মী বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। নিলয় নগরের পূবাইলের ম্যাটসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ‘রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস বিলকিস আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এদিকে, সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল ৭টায় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাজেন্দ্রপুর বাজারে যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা