১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

আ’ লীগ দেশে জঞ্জাল রেখে গেছে : অ্যাডভোকেট মোয়াজ্জেম

- ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে জঞ্জাল রেখে গেছে। নির্বাচনের আগেই এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। অন্যথায় সুযোগ পেলে এরা আবার জনগণের সরকার প্রতিষ্ঠার নামে ফ্যাসিবাদের পুনর্জন্ম দিবে।’

শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানা জামায়াতের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

থানা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, এইচআরডি সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা নূরুল আমিন, ফারদিন হাসান হাসিব, বিনইয়ামিন, ফকরুল আলম সিফাত, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি প্রমুখ।


আরো সংবাদ



premium cement