১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের

পলকের সম্মান রক্ষার চেষ্টা পুলিশের - ছবি : সংগৃহীত

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহিদুল ইসলাম।

এ সময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ‘ওনার (জুনাইদ আহমেদ পলক) মানসম্মান নষ্ট করবেন না।’ এ কথা বলে তিনি পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন।

এসআই মোজাহিদুল ইসলামের কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেয়ার কথা বলেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।’

পরে আদালত থেকে তাকে সাত দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এরপর অন্য মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।


আরো সংবাদ



premium cement