১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

'মীর কাশেম আলী সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়ার কাজ করেছিলেন'

সমাবেশে বক্তব্য দিচ্ছেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

শহীদ মীর কাশেম আলী বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করেছিলেন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি ও বাসাইলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, ‘বিগত জালিম সরকার মীর কাশেম আলীর পরিকল্পনা ও মেধাকে সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সখীপুর উপজেলার কচুয়া বাজারে কালিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত সহযোগী সম্মেলনে মীর কাশেম আলীর কথা স্মরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, ‘মীর কাশেম আলীকে কারারক্ষীরা সংবাদ দিলো তিন ঘণ্টা পর আপনার ফাঁসি হবে। ওই সময় তিনি তাদেরকে বলেন, আমি দু’ঘণ্টা ঘুমাবো।’

তিনি আরো বলেন, ‘মীর কাশেম আলীর স্ত্রী তার পছন্দের খাবার রান্না করে আনলে তিনি তা ফিরিয়ে দিয়ে বলেন, একটু পরে আমি আল্লাহর কাছে গিয়ে জান্নাতের খাবার খাব। দুনিয়ার খাবার খেতে চাই না।’

জামায়াত নেতা শফিকুল ইসলাম খান বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মীর কাশেম আলীর মতো নেতা ও নেতৃত্ব তৈরি করে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সখীপুর উপজেলার আমির অধ্যাপক আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফজলুল হক, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তাহেরুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement