১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গাজীপুরে ২ পোশাককারখানায় ২০০ শ্রমিককে পুনর্বহাল

গাজীপুরে ২ পোশাককারখানায় ২০০ শ্রমিককে পুনর্বহাল - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে দু’পোশাককারখানার চাকরিচ্যুত ২০০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দু’পোশাককারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করে।

কারখানা দু’টি হলো গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড।

জানা গেছে, কারখানায় বিশৃঙ্খলা ও ভাংচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড ১১৩ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করে চাকরিচ্যুত করে। শ্রমিকরা দু’দিন শান্তিপূর্ণভাবে কাজ করার পর সোমবার (১১ নভেম্বর) থেকে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের জন্য কর্মবিরতি পালন করে। তাদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় আরো ৭৭ জনকে চাকরিচ্যুত করে। এতে আন্দোলনরত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্য ও কারখানার নিরাপত্তা ইনচার্জসহ কয়েকজনকে মারধর করে। ওই সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের আন্দোলন ও দাবির প্রেক্ষাপটে কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত শ্রমিকদের সার্ভিস বেনিফিট ফেরত দেয়ার শর্তে চাকরিতে যোগদানের কথা জানায়। বৃহস্পতিবার সকাল থেকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মেনে শ্রমিকরা কাজে যোগদান করেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছে শুধু তারাই চাকরিতে যোগদান করতে পারবে। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেয়নি তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যারা সার্ভিস বেনিফিট ফেরত দিয়েছেন শুধু তারা কাজে যোগ দিয়েছেন। যারা সার্ভিস বেনিফিট ফেরত দেয়নি তারা কাজে যোগদান করেনি।

উল্লেখ্য, ৩ নভেম্বর হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়েও কাজে ফেরানো যায়নি। পরে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বিশৃঙ্খলা ও ভাংচুরের অভিযোগে দু’দফায় ২০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement
আ’লীগের নিবন্ধন থাকবে কি না ‘সময় বলে দিবে’ : সিইসি শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে : মোহাম্মদ সেলিম উদ্দিন আ’লীগের ক্যাডাররা ছদ্মবেশে নৈরাজ্য সৃষ্টি করছে : রিজভী সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত হবিগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে সারাদেশ! গুপ্তচরবৃত্তির অভিযোগে জান্তার টেলিকম কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মুন্সীগঞ্জে মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩ আশুলিয়ায় আগুন দেয়া ভ্যানগাড়ি থেকে শনাক্ত হয় শহীদ তানজিলের লাশ সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরাইলের সিলেট সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

সকল