১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ - ছবি : প্রতীকী

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুলিয়া-গাবতলি এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী ও খুলনা-ফরিদপুর-ঢাকা রেলওয়ে লাইনের চান্দ্রা ইউনিয়নের ছলিল দিয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

ব্যবসায়ী সামাদ শেখ আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, সামাদ শেখ ভ্যানে করে ভাঙ্গারী মালামাল নিয়ে যাবার সময় তাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করেছে।

এদিকে ট্রেনের ধাক্কায় নিহত অজুফার বেগম (৮০) ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের মরহুম মোহাম্মদ মাতুব্বরের স্ত্রী বলে জানা গেছে।

তিনি রেললাইনে হাঁটার সময় অসাবধানতাবশত ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি রেললাইনের ২০০ গজের মধ্যে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement