নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা সাখাওয়াত
- শহীদুল্লাহ গাজী, ডেমরা
- ১৩ নভেম্বর ২০২৪, ১৬:০২, আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১৬:১০
নদী দূষণ রোধে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নদী তীরবর্তী স্থানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করা হবে। নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে, ইকোপার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।’
বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডেমরা ঘাট শুল্ক আদায় কেন্দ্র সংলগ্ন বিআইডব্লিউটিএ-এর চনপাড়া, ডেমরা, নারায়ণগঞ্জ ইকোপার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, নদীগুলো মানুষের জীবন ও সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই নদীগুলোর প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর তলদেশে বর্জ্য অপসারণের লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। বিআইডব্লিউটিএ-এর অন্তর্ভুক্ত নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিগত সরকারের আমলে দেশে কোনো আইনের বাস্তবায়ন ছিল না। তাই নদ-নদীতেও কোনো নিয়ম মানা হয়নি বলে নদী দূষণ বেড়েছে।
তিনি আরো বলেন, ঢাকা ও আশপাশের নদীগুলোতে রাজধানীসহ বিভিন্ন এলাকার সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। এগুলো বন্ধ করা জরুরি। নদী দূষণের কারণে আজ জলজ প্রাণীর অস্তিত্ব সংকটে। এক্ষেত্রে নদী তীরবর্তী অধিবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিচ্ছন্নতার লক্ষ্যে নদ-নদীতে কোনো ধরনের আবর্জনা ফেলা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি মো: মনিরুজ্জামান, নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো: জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ-এর পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম শাহ নেওয়াজ কবির, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার ও স্থানীয় ঘাট পয়েন্টের ইজারাদার মাহমুদুল হাসানসহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা