সাভারে গৃহবধূর ৪ টুকরো লাশ উদ্ধার, স্বামী আটক
- আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
- ১২ নভেম্বর ২০২৪, ১৮:০৩
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারি থেকে এক গৃহবধূর চার টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের সময় দেহ থেকে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন ছিল। পরে তা আশপাশ থেকে কুড়িয়ে একত্রিত করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) মো: ওয়াজেদ আলী নয়া দিগন্তকে টুকরো লাশ উদ্ধারের তথ্য জানান।
নিহত গৃহবধূর নাম হলো শান্তনা বেগম (৩৫)। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের সোবহান আলী ওরফে সাবন আলীর মেয়ে।
এর আগে সোমবার দিবাগত গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো পোশাক ছিল না। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী নয়নকে আটক করা হয়েছে।
নয়ন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে।
সাভার মডেল থানা ও ফাঁড়ি ইনচার্জ (এসআই) মো: ওয়াজেদ আলী জানান, লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা